কিডনি ট্রান্সপ্লান্ট অর্থাৎ প্রতিস্থাপন করার পর কি কি নিয়ম মেনে চলবেন :-
- কিডনি ট্রান্সপ্লান্ট অর্থাৎ প্রতিস্থাপন করার পর অন্তত 6 মাস ঘনবসতিপূর্ণ জায়গা অর্থাৎ যেমন -সিনেমা হল,মারিজেস অর্থাৎ যে কোন জায়গা যেখানে অনেক মানুষের ভীড় সেসব জায়গা এড়িয়ে চলতে হবে।
- পানীয় জল সবসময় গরম করে এবং তা ঠাণ্ডা করে প্রাণ করতে হবে এবং গরম করা পানীয় জল 48 ঘন্টার আগে শেষ করতে হবে।
- তিন নম্বরে বিষয়টির কথা বলব সেটি হচ্ছে সব সময় চেষ্টা করবেন স্টল ফুড অর্থাৎ বাইরের খাবার এড়িয়ে চলার।
- সব সময় চেষ্টা করবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন থাকার।
- .আপনার ডক্টর যে মেডিসিনগুলি প্রেসক্রাইব করবেন সেগুলি রেগুলারলি টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজন হলে ডিজিটাল এলার্ম ব্যবহার করবেন এবং নিজের মন মত মেডিসিন অর্থাৎ ঔষধ চেঞ্জ করবেন না।
- কোন চিল্ড্রেন বা বয়স্ক মানুষ অর্থাৎ যাদের জ্বর সর্দি কাশি অথবা যেকোনো কমিউনিকেবল ডিজীজ এ ভুগছেন তাঁদের সংস্পর্শ এ না যাওয়ার চেষ্টা করবেন।
- কখনই নিবেন না ওভার দ্য কাউন্টার মেডিকেশন।
- ট্রান্সপ্লান্ট করার পর অন্তত 6 মাস ২ হোয়ালের ড্রাইভ করবেন না।
- আপনি যদি ফিমেল অর্থাৎ মহিলা ট্রানস্প্লান্ট পেশেন্ট অন্ড এবং বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তবে নেফ্রলজি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
- অবস্টেন্ট সেক্স ফর তিন মাস ।
আরও :-amar kidney transplant 1 year complete
Thanks for the information. Amar Ekta question ache Je drinking water Ki aluminum patre boil korle Kono problem hobe?
ReplyDelete